২০২১-২২ বাজেটে ফোনের হালচাল

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে কয়েকটা সেক্টর খুব দ্রুত উন্নতি করেছে তার মধ্যে মোবাইল ফোন এবং ডিভাইস সেক্টর অন্যতম। করোনা মহামারিতে এই সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক বছরে দেশে মোবাইল ফোন এবং ডিভাইস কেমন বিক্রি হয়েছে? এখন কী অবস্থায় আছে এই সেক্টরটি অথবা বাজেট ঘোষণার পর কোন দিকে যেতে পারে?

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে কয়েকটা সেক্টর খুব দ্রুত উন্নতি করেছে তার মধ্যে মোবাইল ফোন এবং ডিভাইস সেক্টর অন্যতম। করোনা মহামারিতে এই সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক বছরে দেশে মোবাইল ফোন এবং ডিভাইস কেমন বিক্রি হয়েছে? এখন কী অবস্থায় আছে এই সেক্টরটি অথবা বাজেট ঘোষণার পর কোন দিকে যেতে পারে?

এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ‘স্টার বিজনেস টক’ এর আজকের আয়োজনে উপস্থিত আছেন জাকারিয়া শাহিদ, ব্যবস্থাপনা পরিচালক, এডিসন গ্রুপ (সিম্ফোনি মোবাইল) এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, এবং মো. মেসবাহউদ্দীন, চিফ মার্কেটিং অফিসার, ফেয়ার গ্রুপ এবং যুগ্ম সম্পাদক, বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

Comments

The Daily Star  | English
Heat wave Bangladesh

Jashore sizzles at 42.6 degree Celsius

Overtakes Chuadanga to record season’s highest temperature in the country

7m ago