সৌদি আরবে বিমানের ফ্লাইট ২৯ মে থেকে

ফাইল ছবি/ শাদমান আল সামি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে আগামী ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

গতকাল রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য নিকটস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করা যাবে। 

ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে বিমানে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে।

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

23m ago