দি মারিয়া ও মার্কুইনোসের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ৪
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই তারকা ফুটবলার আনহেল দি মারিয়া ও মার্কুইনোসের বাড়িতে ডাকাতির ঘটনা তদন্ত করছে ফরাসি পুলিশ। সেই ধারাবাহিকতায় ডাকাতিতে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
ফরাসি পুলিশের একটি সূত্রের বরাতে আটকের খবর জানিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, এদিন সকালে সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের ঘরবাড়িতে ইতোমধ্যে তল্লাশি চালানো হয়েছে।
গত মার্চে দি মারিয়া ও মার্কুইনোসের বাড়িতে ডাকাতি হয়েছিল। সেসময় তারা পিএসজির হয়ে নঁতের বিপক্ষে খেলছিলেন। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোসের বাবাকে জিম্মি করেও রাখা হয়েছিল। তবে আর্জেন্টাইন উইঙ্গার দি মারিয়ার পরিবার অনুপ্রবেশকারীদের দ্বারা নাজেহাল হননি।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দি মারিয়ার বাড়ি থেকে খোয়া গিয়েছে ঘড়ি ও গহনা। সেসবের মূল্য প্রায় ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ১৭ লাখ টাকারও বেশি)।
Comments