অলিম্পিক বাতিলের আহ্বান টোকিওর চিকিৎসকদের

টোকিও অলিম্পিক ২০২০ শুরু হতে মাত্র দুই মাসের কিছু বেশি সময় বাকি। কিন্তু সম্প্রতি জাপানে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির শীর্ষস্থানীয় একটি মেডিকেল সমিতি অলিম্পিক বাতিলের আহ্বান জানিয়েছে।

টোকিও মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা প্রায় ৬ হাজার। অলিম্পিক বাতিলের দাবি জানিয়ে তারা জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার কাছে কয়েক দিন আগে একটি খোলা চিঠি পাঠায়। সেই চিঠিটি সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সমিতিটি।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে অলিম্পিকের আয়োজক টোকিও শহরের হাসপাতালগুলো ‘রোগীতে প্রায় পরিপূর্ণ হয়ে গেছে এবং তাদের হাত খালি নেই বললেই চলে’।

খোলা চিঠিতে তারা লিখেছেন, ‘আমরা কর্তৃপক্ষকে দৃঢ়ভাবে অনুরোধ করব এমন পরিস্থিতিতে অলিম্পিক আয়োজন করা কতটা কঠিন তা আইওসিকে (আন্তর্জাতিক অলিম্পিক কমিটি) বোঝাতে এবং তাদের কাছ থেকে ক্রীড়াযজ্ঞটি বাতিল করার সিদ্ধান্ত আদায় করে নিতে।’

বিশ্বের অন্য অনেক দেশ করোনাভাইরাসের যে ভয়াবহতা দেখেছে, জাপান তা এড়াতে পেরেছে। তবে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে তাদের সরকারের ঢিলেঢালা অবস্থান নিয়ে চলছে তীব্র সমালোচনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির মোট জনসংখ্যার মাত্র ৩.৫ শতাংশ এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেছেন।

জাপানের গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, সোমবার সেখানে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ হাজার ৬৮০ জনকে শনাক্ত করা হয়েছে। যা গত ২৬ এপ্রিলের পর একদিনে সর্বনিম্ন। কিন্তু আশ্বস্ত হওয়ার উপায় নেই। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটিতে রেকর্ড ১ হাজার ২৩৫ জন ‘গুরুতর’ আক্রান্ত নতুন রোগীর সন্ধান মিলেছে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারির কারণে এক বছর পিছিয়ে চলতি বছরের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে পিছিয়ে যাওয়া প্যারা-অলিম্পিক চলার কথা আগামী ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

3h ago