বিমানের মদিনা-কুয়েত-ব্যাংককের ফ্লাইট ৩১ মে পর্যন্ত বাতিল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা, কুয়েত ও ব্যাংককের ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত এবং ম্যানচেস্টারে ফ্লাইট ৩০ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে।
এ ছাড়া, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি; ওমানের মাস্কাট, নেপালের কাঠমান্ডু এবং সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে বাংলাদেশ বিমান।
আজ রবিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আগামী ২০ মে থেকে সৌদি আরবের চারটি গন্তব্যের সবগুলো আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখবে বাংলাদেশ বিমান।
বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়েছে, ঢাকা থেকে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ৩১ মে পর্যন্ত মদিনা, কুয়েত ও ব্যাংককের ফ্লাইট বাতিল করা হয়েছে।
ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে বাংলাদেশ বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ বিমান ওইসব রুটে পরিচালিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
বর্তমানে বাংলাদেশ বিমান শুধু চারটি দেশে ফ্লাইট পরিচালনা করছে। সেগুলোর মধ্যে যুক্তরাজ্যের লন্ডনে (সপ্তাহে একটি), কাতারের দোহায় (সপ্তাহে চারটি), সিঙ্গাপুর (সপ্তাহে একটি) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে (সপ্তাহে দুটি) করে ফ্লাইট চলছে।
করোনাভাইরাস শুরু হওয়ার আগে বাংলাদেশ বিমান ১৮টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতো।
টানা ১৭ দিন পর গত ১ মে থেকে ঢাকা ও ঢাকার বাইরে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান।
Comments