ব্যবসায়ী নেতাদের ভাবনায় ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট
২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার জন্য তৈরি বাংলাদেশ সরকার। কিন্তু এই বাজেট এমন একটা সময় দিতে হচ্ছে যখন মানুষের জীবন ও জীবিকার উপরে একটি বড় আঘাত হেনেছে করোনাভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাস জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র্যসীমার নিচে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যব্যবস্থাকেও দুর্বল করে দিয়েছে।
এই বাধাগুলো মোকাবিলা করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত? কী করলে দেশের অর্থনীতি আবার উন্নয়নের ধারায় ফিরে আসবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে দ্য ডেইলি স্টার কথা বলেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে। স্টার বিজনেস টকস এর আজকের পর্বে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রিজওয়ান রহমান বাজেট নিয়ে তার ভাবনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এখানে দেখে নিন তার পুরো সাক্ষাৎকারটি।
Comments