অ্যাম্বুলেন্স নামতে না দিয়েই ফেরিতে উঠে পড়লেন শতাধিক যাত্রী
মাদারিপুরের বাংলাবাজার ঘাট থেকে চারটি অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী গাড়ি নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ঘাটে এসে নোঙর করেছিল একটি ফেরি। এরপর ফেরির ঢাকনা খুলে দেওয়ার পর এসব গাড়িকে নামতে না দিয়েই জোর করে উঠে পড়েন শতাধিক যাত্রী। বেপরোয়া এই যাত্রীদের কারণে অনেকক্ষণ পর ফেরি থেকে নামে অ্যাম্বুলেন্সগুলো।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শিমুলিয়ার ৩ নম্বর ঘাটে এনায়েতপুরী ফেরিতে এই ঘটনা ঘটেছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাট টার্মিনালের স্টাফ মিজানুর রহমান জানান, যেখানে ১০-১৫ মিনিটের মধ্যে ফেরি আনলোড করা যায় সেখানে ৩০-৪০ মিনিট বেশি সময় লেগেছে। একাধিকবার মাইকিং করে যাত্রীদের ফেরিতে আগে উঠতে নিষেধ করা হয়েছিল। তবু অ্যাম্বুলেন্স নামতে না দিয়ে তার সামনে যাত্রীরা অবস্থান নেন। পুলিশ গিয়ে যাত্রীদেরকে সরিয়ে অ্যাম্বুলেন্সগুলো বের করে। প্রায় একশ যাত্রীকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না।
অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীর স্বজন আকতার হোসেন জানান, স্বাভাবিকভাবেই ফেরি থেকে আগে গাড়ি নামার পর যাত্রীরা প্রবেশ করবে। কিন্তু দেখা গেলো সবাই দৌড়ে এলো ফেরির ভেতর। বরিশাল থেকে আমার খালাকে জরুরিভাবে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। ফেরি থেকে নামতেই অনেক সময় নষ্ট হলো।
Comments