সুন্দরবনে ফের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আবারও আগুন লেগেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে একই এলাকায় আগুনের সূত্রপাত হয়। বাগেরহাট, মোড়েলগঞ্জ এবং শরণখোলা ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় গতকাল সোমবার আগুন লাগে। ছবি: সংগৃহীত

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আবারও আগুন লেগেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে একই এলাকায় আগুনের সূত্রপাত হয়। বাগেরহাট, মোড়েলগঞ্জ এবং শরণখোলা ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সংবাদ পেয়ে বাগেরহাট, মোড়েলগঞ্জ ও শরণখোলা স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

এর আগে সোমবারও দাসের ভারানি এলাকায় আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের টানা ৩০ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।   

সঞ্জয় দাস বলেন, ‘গত সোমবার সেখানে আগুন লেগেছিল, এবার তার ঠিক কাছেই আগুন লেগেছে। যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তার কাছাকাছি ভোলা নদীতে ২৫টি ডেলিভারি পাইপ বসিয়ে আমরা অগ্নিকাণ্ডের স্থানে পানি সরবরাহ করছি। আশাকরি, খুব শিগগিরই আমরা আগুন নেভাতে সক্ষম হব।’

সুন্দরবনের পূর্বাঞ্চলীয় বন বিভাগের বিভাগীয় ফরেস্ট অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘গতকাল যেখান থেকে আগুন নেভানো হয়, তার পাশেই ধোঁয়া দেখা যাচ্ছিল। এরপর আমরা ফায়ার সার্ভিসকে বিষয়টা জানালে, তারা ঘটনাস্থলে আসে। সে সময় সুন্দরবনের বনরক্ষী ও কর্মকর্তারাও সেখানে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চেষ্টা করছি।’

Comments