টেন বল বিলিয়ার্ডে চ্যাম্পিয়ন জুবেরি

ten ball

টেন বল বিলিয়ার্ড ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স ২০২১’ টুর্নামেন্টে মুনতাসির জুবেরি চ্যাম্পিয়ন হয়েছেন। রানার-আপ হয়েছেন আল আমিন।

মঙ্গলবার গুলশানে ‘দ্য অ্যারেনা আরকেবি’তে ফাইনালের পর পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টের আয়োজক রিয়াসাত করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক ফাহিম সিনহা।

আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ‘হৃদয় অ্যান্ড উদয় মটরস’। সহযোগী হিসেবে ছিল ‘মালিহা কে’।

সপ্তাহব্যাপি এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৩ লাখ টাকা। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ১ লাখ ও রানার-আপ পেয়েছেন ৫০ হাজার টাকা।

‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স ২০২১’ টুর্নামেন্টে ১৮ জন প্রতিযোগী সবমিলিয়ে ৭৬ ম্যাচে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিলিয়ার্ড খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে চান তারা। সেজন্য আগামীতে আরও বড় পরিসরে নিয়মিত এমন টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে তাদের।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

3h ago