প্রকাশ্যে ফ্যাশন হাউজ লুট: ৪৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫
বরিশালের একটি ফ্যাশন হাউজে লুটের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অন্তত ১৫ জনকে আসামি করে এই মামলা করা হয়।
আজ সোমবার দুপুরে ফ্যাশন হাউজটির ব্রাঞ্চ ম্যানেজার ইমরান শেখ বাদী হয়ে এই মামলা করেন।
কোতোয়ালী থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, আসামিদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের বাড়ি বরিশালের বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ।
তিনি বলেন, ‘তারা বরিশালে প্রভাবশালী কারও ছত্রছায়ায় থাকে। আমরা ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছি। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না।’
ফ্যাশন হাউজের ইনচার্জ মিরাজ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেতা সেজে ৩০ থেকে ৪০ জন যুবক ঐ ফ্যাশন হাউজে ঢুকে কয়েকটি জামা, প্যান্ট, জুতা ও ঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে দোকানের কর্মচারীরা তাদের বাধা দেয়। যুবকরা জানান, এর বিল দেবেন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি। এসময় দোকান কর্মচারীরা ৯৯৯ এ কল করে পুলিশের সাহায্য চায়।
তিনি আরও জানান, একপর্যায়ে মালামাল নিয়ে অধিকাংশ যুবক চলে যেতে সক্ষম হলেও দোকানের কর্মচারীরা পাঁচ জনকে আটকে রাখতে সক্ষম হয়। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
তিনি বলেন, ‘এ ঘটনায় আমাদের তিন জন কর্মী ও আমি কিছুটা আহত হয়েছি। আমরা লুটকৃত মালামালের তালিকা তৈরি করেছি। প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে আমরা চিহ্নিত করতে পেরেছি।’
ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি এই ঘটনার কিছুই জানি না। আমার রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো আমাকে ফাঁসাতে এই কাজ করতে পারে।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘৭ই মার্চ পালন উপলক্ষে সব জায়গায় যখন নানান আয়োজন চলছিল, তখন এরা সুযোগ নেয়।’
Comments