শীর্ষ খবর
রাজশাহী

বিকাশে প্রতারণার অভিযোগ, ২ বছর পর গ্রেপ্তার ১

প্রতারণার মাধ্যমে এক বিকাশ গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের দুই বছরেরও বেশি সময় পর প্রতারকচক্রের একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী পুলিশ।
রাজশাহী
স্টার অনলাইন গ্রাফিক্স

প্রতারণার মাধ্যমে এক বিকাশ গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের দুই বছরেরও বেশি সময় পর প্রতারকচক্রের একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী পুলিশ।

গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা সালাহ উদ্দীন বিশ্বাস ২০১৮ সালের ১০ অক্টোবর একটি মামলা করেন। মামলায় বলা হয়, ওইদিন দুপুরে তার মোবাইলে একটি কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে বিকাশের কর্মকর্তা পরিচয় দেন। এরপর কৌশলে পিন নম্বর নিয়ে তার বিকাশ থেকে ৩২ হাজার ৬৩ টাকা হাতিয়ে নেয়।

ওই মামলার সূত্র ধরে রাজপাড়া থানা পুলিশ প্রতারকের অবস্থান নিশ্চিত করে গতকাল তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আরএমপির মুখপাত্র।

এ ঘটনায় গ্রেপ্তার সেলিম মিয়া (২৬) বালিয়াকান্দির মহারাজপুর গ্রামের বাসিন্দা।

Comments

The Daily Star  | English

Fire at Mutual Trust Bank in Dholaikhal

Five units are working to bring the fire under control

39m ago