কাগজ ঘোষণা দিয়ে কন্টেইনার ভর্তি সিগারেট আমদানি
কাগজ আমদানি করার ঘোষণা দিয়ে অবৈধভাবে আমদানিকৃত ৪৬ লাখ শলাকা সিগারেট আটক করা হয়েছে চট্টগ্রাম বন্দরে।
চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে আসা কাগজের একটি চালান থেকে এসব সিগারেট পাওয়া যায়। চালানটিতে মন্ড ও এজি ব্র্যান্ডের ৪৬ লাখ শলাকা সিগারেট অভিনব কায়দায় লুকানো ছিলো।’
জানা যায়, চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের আমদানিকারক প্রতিষ্ঠান করিম ট্রেডিং সংযুক্ত আরব আমিরাত থেকে এ-ফোর সাইজের কাগজ ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে। পণ্য চালানটি খালাসের জন্য সিএন্ডএফ এজেন্ট সুরমা এন্টারপ্রাইজকে দায়িত্ব দেওয়া হয়।
এ ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মিথ্যে ঘোষণায় আমদানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
Comments