মান্নান হীরা স্মরণে শিল্পকলায় ২ দিনব্যাপী নাট্যোৎসব
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সদ্য প্রয়াত খ্যাতিমান নাট্যকার, অভিনেতা ও পরিচালক মান্নান হীরা স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নাট্যোৎসব। আজ শুক্রবার সকালে নাট্যজন আতাউর রহমান ও নাসিরউদ্দিন ইউসুফ এই নাট্যোৎসবের উদ্বোধন করেন। আরণ্যক নাট্যদল এর আয়োজন করেছে।
এদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন করা হবে মান্নান হীরা রচিত ময়ূর সিংহাসন। নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহআলম দুলাল। আগামীকাল নন্দন মঞ্চের পাশে খোলা চত্বরে মঞ্চায়ন করা হবে মান্নান হীরার পাঁচটি পথনাটক। এগুলো হলো— উৎস নাট্যদল পরিবেশিত ইঁদারা, আরণ্যক নাট্যদলের মুর্খ লোকের মুর্খ কথা, কাব্যগাঁথার ফুলেশ্বরীর কাব্যগাঁথা সুবচন নাট্য সংসদের বৌ এবং আরণ্যক নাট্যদলের ঘুমের মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে মান্নান হীরা রচিত নাটক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ড. রতন সিদ্দিকী।
নাট্যজন মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, আমি ও মান্নান হীরা বহু বছর একসঙ্গে মঞ্চে কাজ করেছি। আরণ্যক-এর জন্য মান্নান হীরা সারা জীবন কাজ করে গেছে। হঠাৎ করেই চলে গেল সে। তাকে ভুলে যাওয়া কঠিন। সে জন্য তার স্মরণে আমরা আরণ্যক নাট্যদল থেকে স্মরণ উৎসবের আয়োজন করেছি। এই উৎসবের মধ্য দিয়ে মান্নান হীরাকে আমরা মনে রাখতে চাই।
Comments