নৌবাহিনী কর্মকর্তাকে লাঞ্ছনা মামলায় ইরফান সেলিমের বিরুদ্ধে চার্জশিট
নৌবাহিনী কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছনার ঘটনায় হওয়া মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মমিনুল হক ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দেন।
আদালত সূত্র জানায়, নৌ-কর্মকর্তাকে মারধরের ঘটনার সত্যতা উল্লেখ করে পুলিশ এ চার্জশিট দিয়েছে।
গত বছর ২৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইরফানের গাড়ি নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানের মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর, লাঞ্ছনার ঘটনা ঘটে।
এ ঘটনায় ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু ও গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত তিন জনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান ধানমন্ডি থানায় মামলা করেন।
আরও পড়ুন-
নৌবাহিনী কর্মকর্তার ওপর হামলা: ইরফান সেলিমের জামিন নাকচ
রিমান্ড শেষে কারাগারে ইরফান সেলিম
ইরফান সেলিমের আরও ২ দিনের রিমান্ড
ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা
ভ্রাম্যমাণ আদালতে ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড
Comments