পরিচালক সমিতির নির্বাচনে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা
চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ এপ্রিল। আসন্ন নির্বাচনে চারটি প্যানেল অংশ নেওয়ার কথা জানানোয় চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে— প্যানেলগুলো হচ্ছে কাজী হায়াৎ-এস এ হক অলিক প্যানেল, সোহানুর রহমান সোহান-শাহীন সুমন প্যানেল, শাহ আলম কিরণ-সাফিউদ্দিন সাফি প্যানেল ও আবুল খায়ের বুলবুল-জাকির হোসেন রাজু প্যানেল।
নিয়ম অনুযায়ী টানা দুই মেয়াদে সভাপতি ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন নির্বাচনে অংশ নিতে পারছেন না।
সংশ্লিষ্টরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বিএফডিসির চত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বরেণ্য নির্মাতা ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু।
তার সঙ্গে সহযোগী দুই কমিশনার হিসেবে থাকবেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।
নির্বাচনে আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পরিচালক দেওয়ান নজরুল। তার সঙ্গে সদস্য হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা দেবু ও মতিন রহমান।
এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে এফডিসি। করোনার কারণে নিয়ম মেনে এফডিসিতে আসছেন পরিচালকরা।
Comments