সেন্সর পেয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’
‘মনপুরা’-খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘পাপ পুণ্য’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।
আজ শুক্রবার পরিচালক দ্য ডেইলি স্টারকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘এক রকম কর্তনহীন আমার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটা আমার ও আমার সিনেমার শিল্পীদের জন্য সুসংবাদ।’
তিনি আরও বলেছেন, ‘আশা করছি এ বছরের মাঝামাঝি “পাপ পুণ্য” মুক্তি পাবে। সেভাবেই আমরা এগোচ্ছি।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বুধবার সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন। দেখার সময় তারা কোনো ত্রুটি পাননি। তারপরই সংবাদটি তারা পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে জানিয়েছেন।
‘পাপ পুণ্য’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, মামুনুর রশীদ, আফসানা মিমি, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু প্রমুখ।
নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেছেন, ‘এটি মুক্তির আগে কয়েক মাস প্রচারের জন্য সময় দরকার, যাতে দর্শকরা সিনেমাটি সম্পর্কে ভালো মতো জানতে পারেন।’
অভিনেতা চঞ্চল চৌধুরী ডেইলি স্টারকে বলেছেন, ‘সিনেমাটি কোনোরকম কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে, এটা এই সিনেমার শিল্পী হিসেবে আমার কাছে ভীষণ খুশির সংবাদ। আশা করি, একেবারে নতুন ঢংয়ের ও নতুন ক্যারেক্টারের “পাপ পুণ্য” সিনেমাটি উপভোগ করবেন দর্শকরা।’
Comments