রতন টাটা এমনই!

ছবিটি যোগেশ দেশাইয়ের লিংকডইন থেকে নেওয়া।

ভারতের শীর্ষ ধনী রতন টাটার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সাবেক এক কর্মচারীর বাড়িতে হাত জোড় করে অভিবাদন জানাচ্ছেন রতন টাটা।

ছবিটি তুলেছিলেন পুনেতে ফ্রেন্ডস সোসাইটির যোগেশ দেশাই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেশ কয়েক বছর আগে রতন টাটার প্রতিষ্ঠানে চাকরি করতেন এক কর্মচারী।  গত দুই বছর ধরে তিনি অসুস্থ। সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন-এ ওই ব্যক্তির অসুস্থতার খবর শুনে তার সঙ্গে সাক্ষাৎ করেন রতন টাটা। ঠিকানা যোগাড় করে বোম্বে থেকে পুনের ফ্রেন্ডস সোসাইটিতে যান তিনি।

দরজা খুলতেই কর্মচারী দেখেন তার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করছেন রতন টাটা। সেই ছবিটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে।

রতন টাটা সাবেক ওই কর্মচারীর অসুস্থতার খোঁজ খবর নেন। তার চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। সাক্ষাৎ শেষে ওইদিনই বোম্বে ফিরে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেদিনের ছবিগুলো ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে ‘জীবন্ত কিংবদন্তী’ ও ‘ভারতে জীবিত সর্বকালের সেরা ব্যবসায়ী’ হিসেবে মন্তব্য করেছেন।

একজন ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘কোনো গণমাধ্যমের ক্যামেরা নেই, নেই কোনো নিরাপত্তাকর্মী- কেবলই অনুগত কর্মচারীর প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতি আছে।’

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

7m ago