সিকিউরিটি চিফ চরিত্রে পূজা চেরি
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক সৈকত নাসিরের ‘ক্যাশ’ ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন নিরব। তখন ছবিটির নায়িকা চূড়ান্ত ছিল না। অবশেষে খোঁজ মিললো নায়িকার।
আজ সোমবার দুপুরে চিত্রনায়িকা পূজা চেরি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘নতুন “ক্যাশ” ছবিতে অভিনয়ের জন্য আমি চুক্তিবদ্ধ হয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘এই ছবিতে একেবারে এক নতুন ধরনের চরিত্রে অভিনয় করব। আমাকে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিকিউরিটি চিফ চরিত্রে দেখা যাবে। এই ছবির চরিত্রটি আমার দারুন পছন্দ হয়েছে।’
নিরব, পূজা চেরি ছাড়াও ‘ক্যাশ’-এ অভিনয় করবেন সাঞ্জু জন ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের এভ্রিল।
নিরব ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘পূজা চেরির সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। ‘ক্যাশ’ ছবির গল্পটা পুরোপুরি অন্য ধরনের।’
‘এই ছবির শুটিং ২০২১ সালের ৪ জানুয়ারি থেকে শুরু হবে বলে জেনেছি,’ যোগ করেন তিনি।
‘ক্যাশ’ ছবির গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান।
Comments