বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ চলচ্চিত্রকর্মীদের

ছবি: স্টার

বিএফডিসির সামনের রাস্তায় জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ রোববার দুপুরে মানববন্ধন করেছে চলচ্চিত্র পরিবার।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের নেতৃত্বে এই মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবগুলো সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের রাজাকার, একাত্তারের হায়েনা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মুশফিকুর রহমান গুলজার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যার হাত ধরে দেশে স্বাধীনতা এসেছে, যিনি বাংলাদেশের স্বপতি তার ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা রিয়াজ প্রতিবাদ করে লিখেছেন, ‘এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর নয়, এ আঘাত বাংলাদেশের ওপর। রক্তে আগুন প্রতিরোধ করো’- এমন লেখা সম্বলিত একটি পোস্টার। কুষ্টিয়া শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চলচ্চিত্রকর্মীরা সোচ্চার হয়ে উঠেছেন।’

সেখানে আরও উপস্থিত ছিলেন- প্রযোজক নেতা খোরশেদ আলম খোসরু, চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানি, কণ্ঠশিল্পী এসডি রুবেল, চিত্র পরিচালক আরিফ জাহান, অপূর্ব রানাসহ অনেকেই।

Comments

The Daily Star  | English
crimes against journalists

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

17h ago