তনু হত্যামামলা তদন্তে এবার পিবিআই

সোহাগী জাহান তনু। ছবি: সংগৃহীত

সাড়ে চার বছরেরও বেশি সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যামামলার তদন্তের দায়িত্ব থাকার পর এবার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) কে।

গত ২৮ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ।  তিনি জানান, এ সংক্রান্ত একটি অবহিতকরণ চিঠি আদালতে পাঠিয়েছে পিবিআই।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়।

দুই দফা ময়নাতদন্ত (২১ ও ২৬ মার্চ, ২০১৬ সাল) করার পর ২০১৬ সালের ৩১ মার্চ মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্তকাজে সিআইডি প্রায় দুইশ লোককে জিজ্ঞাসাবাদ করেছে। ইতোমধ্যে চার বছর সাত মাস অতিক্রান্ত হলেও সিআইডি কারো বিরুদ্ধে চার্জশিট দিতে সক্ষম হয়নি।

তনুর মা আনোয়ারা বেগম জানান পিবিআইর লোকেরা তার স্বামীর কর্মস্থলে এসেছিলেন। তারা তার ছেলে ও স্বামীর সাথে কথা বলেছেন।

তিনি অভিযোগ করেন, তনু হত্যাকাণ্ড দিনের আলোর মতোই পরিষ্কার। কিন্তু প্রভাবশালী মহলের বাধায় তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আশা করেন একদিন বিচার পাবেন এবং হত্যাকারীদের ফাঁসি হবে বলে বিশ্বাস করেন।

পিবিআই কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সম্ভবত পিবিআই এর ঢাকা ইউনিট এই তদন্তের দায়িত্ব পেয়েছে। কুমিল্লা ইউনিটকে তনু হত্যা তদন্তের দায়িত্ব দেয়া হয়নি।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

7m ago