এখনো লাইফ সাপোর্টে আজিজুল হাকিম
অভিনেতা আজিজুল হাকিম করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে এখনো লাইফ সাপোর্টেই আছেন। আজ ১৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে এ তথ্য জানিয়েছেন চিকিৎসক।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হাসপাতালের ডিউটি ডাক্তার লুৎফর কবির দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘তার (আজিজুল হাকিম) অবস্থার কোনো উন্নতি হয়নি, অবনতিও হয়নি। তবে, বেশ ক্রিটিকাল অবস্থার মধ্যেই আছেন। আমরা তাকে সর্বোচ্চ সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি।’
এদিকে আজিজুল হাকিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অবস্থার কিছুটা উন্নতির কথা জানিয়েছেন। আজিজুল হাকিমের ছোটভাই সোহেল হাকিম বলেছেন, ‘গতকালকের চেয়ে ভাইয়ার অবস্থা উন্নতির দিকে।’
আজিজুল হাকিমের মেয়ে নাজাহ হাকিম সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ এক স্ট্যাটাসে তার বাবা ভালো আছেন এমনটা জানিয়েছেন।
গত মঙ্গলবার অভিনেতা আজিজুল হাকিম-জিনাত হাকিম ও তাদের ছেলে মুহাইমিন রেদোয়ান করোনা শনাক্ত হয়। এরপর তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে বৃহস্পতিবার রাতে আজিজুল হাকিম হাসপাতালে ভর্তি হন। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এখনো সেখানেই আছেন এই অভিনেতা।
৬১ বছর বয়সী আজিজুল হাকিম মঞ্চনাটক দিয়েই অভিনয়ে নাম লেখান। পরবর্তীতে টেলিভিশন নাটক করে পরিচিতি লাভ করেন। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন। তাদের দুই ছেলেমেয়ে রয়েছে।
আরও পড়ুন:
Comments