‘ছকে’ তাহসান ও স্পর্শিয়া

তাহসান ও স্পর্শিয়া। ছবি: সংগৃহীত

আবারো থ্রিলারকে উপজীব্য করে গল্প ফাঁদলেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। তার এই নতুন থ্রিলারের নাম ‘ছক- দ্য মেজ’। এতে নতুন জুটি হিসেবে অভিনয় করছেন গায়ক ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

গোলাম সোহরাব দোদুল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘আজ থেকে শুটিং শুরু করেছি এই ওয়েব ফিল্মের। আরিচা ঘাটের কাছে শুটিং চলছে। টানা কিছুদিন এখানেই শুটিং চলবে। তাহসান ও স্পর্শিয়া শুটিংয়ে অংশ নিয়েছেন। আশা করছি ভালো কিছু হবে।’

তিনি আরও বলেন, ‘ ছক ওয়েব ফিল্মে তাহসানের চরিত্রটি দর্শকরা মনে রাখবে অনেকদিন। সবার কাছে তার অভিনয়ের একটি নতুন দুয়ার উন্মোচিত হবে বলে মনে করছি।’

ছকে তাহসান, স্পর্শিয়া ছাড়াও অভিনয় করবেন একঝাঁক থিয়েটারকর্মী।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকেই একটি অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে ‘ছক’ মুক্তি পাবে বলে জানান পরিচালক।

Comments