অস্ত্র মামলায় বরকত-রুবেলের বিচার শুরু

সাজ্জাদ হোসেন বরকত (বামে) ও ইমতিয়াজ হাসান রুবেল (ডানে)। ছবি: সংগৃহীত

ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে করা অস্ত্র মামলার বিচার শুরু হয়েছে।  

আজ রবিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালতে অস্ত্র আইনে করা দুই মামলায় অভিযোগ গঠন করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী দুলাল সরকার বলেন, অস্ত্র আইনে ১৯ এর এ/২১/২৩ ধারায় করা দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য আসামিদের আদালতে হাজির করা হয়। এরমধ্যে একটি অস্ত্র মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। এবং অপর একটি অস্ত্র মামলার আসামি ইমতিয়াজ হাসান রুবেল ও তার সহযোগী রেজাউল করিম বিপুল।

আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালত মামলার সাক্ষ্য শুনানির জন্য বরকত-রুবেলের মামলার পরবর্তী তারিখ ২৭ অক্টোবর এবং রুবেল-রেজাউলের মামলার পরবর্তী তারিখ ২ নভেম্বর দেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী হাবিবুর রহমান বলেন, দুটি অস্ত্র মামলায় বরকত, তার ভাই রুবেল ও সহযোগী রেজাউলের অভিযোগ গঠন করেছেন আদালত।

তিনি বলেন, দুই মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হলে আদালত খারিজ করে দেন।

গত ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় হওয়া মামলায় গত ৭ জুন পুলিশের বিশেষ অভিযানে শহরের বদরপুরসহ বিভিন্ন এলাকা থেকে  বরকত, রুবেল, রেজাউলসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।  ।

গ্রেপ্তারের সময় বরকত, রুবেল ও রেজাউলের কাছ থেকে অস্ত্র ও গুলি, বিদেশি মুদ্রা, মাদকদ্রব্য জব্দ করা হয়।

গত ৮ জুন কোতয়ালী থানার এস আই সাখাওয়াত হোসেন ও এস আই আব্দুল জব্বার বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করেন। দুই মামলার তদন্ত শেষে গত ২৭ জুন ও ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অস্ত্র আইনে এই দুই মামলা ছাড়াও মানি লন্ডারিংসহ বরকত ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা হয়। তারমধ্যে এই দুই ভাইয়ের বিরুদ্ধে গত ২৬ জুন দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

আরও পড়ুন-

বরকত-রুবেলের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা

অর্থপাচার মামলায় বরকত-রুবেলসহ পাঁচ জনের ৮৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

Comments

The Daily Star  | English

Magura child rape case trial begins; four indicted

The court has set April 27 for the next date of hearing in the case

7m ago