ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ যেই করুক, তার বিচার চাই: নুর
ঢাকাসহ সারাদেশেই ধর্ষণবিরোধী আন্দোলনের প্রভাব পড়েছে। শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলো। সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সমাবেশ ঘটেছিল। ধর্ষণের বিচার চেয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন একজন শিক্ষার্থী। আর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ধর্ষণবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল।
কোটা সংস্কার আন্দোলনের পর এবার ধর্ষণবিরোধী আন্দোলনে নেমেছে ছাত্র অধিকার পরিষদ।
আজ শুক্রবার বিকালে তারা রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সামনে ধর্ষণবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
আজ রাতে ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা দেশে সব ধর্ষণ ও নারী নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ কারণেই রাজপথে নেমেছি, সোচ্চার হয়েছি। আজ আমাদের ডাকে সাড়া দিয়ে প্রেসক্লাবের সামনে বহু মানুষ উপস্থিত হয়েছেন।’
নুর জানান, ছাত্র অধিকার পরিষদের আজকের ধর্ষণবিরোধী বিক্ষোভে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আসিফ নজরুল, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. আবদুজ জাহের, বাম গণতান্ত্রিক জোট ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক ও ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন।
এসময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, ধর্ষণ, খুন, গুম, নির্যাতন-নিপীড়ন বন্ধে সরকার ব্যর্থ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। এ ছাড়াও, অনতিবিলম্বে বিদ্যমান ধর্ষণ আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক তানজিম উদ্দিন খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নারীপক্ষ আন্দোলনের নেত্রী কামরুন্নাহার সমাবেশে উপস্থিত হতে না পারলেও সংহতি প্রকাশ করেছেন বলেও জানান নুর।
আপনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একজন শিক্ষার্থী অনশন করছেন। এই প্রশ্নের উত্তরে নুর বলেন, ‘ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ যেই করুক, তার বিচার চাই। কেউ এমন অপরাধ করে পার পেয়ে যাবে, তা হতে পারে না।’
‘আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ শিক্ষার্থী আনেননি। পুরো ব্যাপারটি নিয়ে একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সারাদেশে ধর্ষণের দায়ে অভিযুক্তরা প্রোপাগান্ডা চালানোর পথ বেছে নিয়েছে’, যোগ করেন তিনি।
নুর বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তা পুরোপুরি অসত্য। কেউ প্রমাণ করতে পারবে না। কারণ এমন কোনো কিছুর সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে তিনি (ছাত্রী) যেসব অভিযোগ দিয়েছেন, তার সপক্ষে যদি কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে আমি দায় মেনে নেব, আমাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়, অন্যথায় যেন হয়রানি করা না হয়’, যোগ করেন তিনি।
Comments