২৩ অক্টোবর খুলছে শিল্পকলা একাডেমি
ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৩ অক্টোবর খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হল। করোনা মহামারিতে দেশে সাধারণ ছুটি চলাকালীন গত ১৮ মার্চ বন্ধ ঘোষণা করা হয় শিল্পকলা একাডেমি।
এসব হলে আপাতত সপ্তাহে দুই দিন নাটক মঞ্চস্থ করা যাবে। এ দুদিন হলো শুক্রবার ও শনিবার। তবে, আগের মতো শতভাগ দর্শক নিয়ে নাটক প্রদর্শনী করা যাবে না। আপাতত এক তৃতীয়াংশ দর্শক নিয়ে নাটকের প্রদর্শনী চলবে। দর্শকদের অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
শিল্পকলা একাডেমির ডিজি লিয়াকত আলী লাকীর উপস্থিতিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়।
কামাল বায়েজীদ বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার যে আবারও মঞ্চ নাটক নিয়ে দর্শকদের সামনে ফিরতে পারব। দর্শকরাও এখানে মঞ্চ নাটক দেখতে পারবেন। সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।’
শিল্পকলা একাডেমির যে তিনটি হলে নাটক মঞ্চায়ন হয়ে আসছে সেগুলো হলো- জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হল।
নাট্যজন মামুনুর রশীদ ডেইলি স্টারকে বলেন, ‘সবকিছু খুলে দেওয়া হলেও থিয়েটার হলটা খোলার বাকি ছিল। আমরা মঞ্চের জন্য নিবেদিত প্রাণ, মঞ্চকে ভালোবেসে কাজ করি। এখানে অর্থ নেই, আছে মানুষের ভালোবাসা। অবশেষে শিল্পকলা একাডেমির হলগুলো খুলে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ।’
আইটিআই (ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট) এর সভাপতি রামেন্দু মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নীতিগতভাবে আগেই সিদ্বান্ত হয়েছিল মঞ্চ নাটকের জন্য শিল্পকলা একাডেমির হলগুলো খুলে দেওয়া হবে। অবশেষে তার বাস্তবায়ন হলো। এতে আমরা খুশি।’
ফেরদৌসী মজুমদার বলেন, ‘মঞ্চ হচ্ছে আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা। মঞ্চে কাজ করে প্রাণভরে নিঃশ্বাস নিই। সেটা যদি বন্ধ থাকে কষ্ট লাগে। এখন খুলে দেওয়ার ঘোষণা শুনে মন খুশিতে ভরে গেল।’
নাট্যকার ও নাট্যনিদেশক মাসুম রেজা বলেন, ‘শিল্পকলার হলগুলো খুলে দেওয়ার ঘোষণার মাধ্যমে মঞ্চের মানুষরা আশার আলো দেখতে পাচ্ছি।’
Comments