শুক্রবার রেডিও টুডে’র লাইভে শাফিন আহমেদ

ব্যান্ড বেঙ্গল বয়েজ। ছবি: সংগৃহীত

দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ এ সরাসরি আড্ডা ও গান নিয়ে আসছেন বাংলা ব্যান্ড জগতের কিংবদন্তি গায়ক শাফিন আহমেদ।

আগামীকাল শুক্রবার রাত ১২টায় বেঙ্গল বয়েজ এর ব্যান্ড লিডার ও লিড ভোকাল নাইম মুর্তজার সঙ্গে সরাসরি যুক্ত হবেন তিনি।

অনুষ্ঠানটি রেডিও টুডে ৮৯.৬ এফএফে শোনা যাবে। পাশাপাশি, দর্শকরা রেডিও টুডে ৮৯.৬ ও বেঙ্গল বয়েজের ফেসবুক পেজে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন।

বেঙ্গল বয়েজের ব্যান্ড লিডার এবং ব্যান্ডটির লিড ভোকাল নাইম মুর্তজা বলেন, ‘এই রেডিও শোকে ভিন্নধর্মী বলার কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম হলো নিজেদের ব্যান্ডের গান করার পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনা করা রেডিও ইন্ডাস্ট্রিতে এই প্রথম। পুরো শোটিতে আমরা বেশ কিছু সেগমেন্ট রেখেছি। যেখানে আমরা নিজেদের গান করবো, নতুন গানগুলো এই শোয়ের মাধ্যমে রেডিওতে রিলিজ দিব।’

আমন্ত্রিত অতিথি এবং প্রচার সময় প্রসঙ্গে জানাতে গিয়ে নাইম মুর্তজা আরও বলেন, ‘আমরা বিখ্যাত গানগুলো কাভার করার চেষ্টা করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের শোতে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের আমন্ত্রণ জানানো হবে, যারা তাদের নিজেদেরই গান করবে বেঙ্গল বয়েজের কম্পোজিশনে। আর রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত এই লাইভ হবে, যা মিউজিক্যাল লাইভের জন্য সবচেয়ে দারুণ সময়।’

Comments

The Daily Star  | English

Jet crash at Milestone College: death toll rises to 27

A Bangladesh Air Force F7 aircraft crashed into a building of Milestone College around 1:30pm yesterday

6m ago