তারকা শিল্পীদের শুটিংয়ে ফিরতে আরটিভির আহ্বান

করোনা পরিস্থিতিতে নাটকের শুটিং বন্ধ ছিল গত মার্চ মাস থেকে। চলতি মাস থেকে স্বাস্থবিধি মেনে কাজ করার অনুমতি দিয়েছে নাটকসংশ্লিষ্ট সংগঠনগুলো।

তবে অনেকে শিল্পীই কাজে ফিরতে পারেননি। এই অবস্থায় ‘সবার জন্য আমরা’ স্লোগান নিয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব শিল্পীদের কাজে ফেরার আহবান জানিয়ে চিঠি দিয়েছেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এরই মধ্যে আমরা মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, তাহসান খান, মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, সাফা কবিরকে চিঠি পাঠিয়েছি।’

চিঠিতে তারকাদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘করোনার প্রভাব আমাদের কমবেশি যার যার কর্মক্ষেত্রেও পড়েছে। বিশেষ করে টেলিভিশিন নাটকসংশ্লিষ্ট সকলেই এর বাইরে নয়। আপনাদের মতো শিল্পীরা নিয়মিতভাবে কাজ শুরু না করলে স্বল্প আয়ের শিল্পী, কলাকুশলীরা সীমাহীন অর্থ কষ্টের মধ্যে পড়বে।’

তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশগ্রহণ করার বিনীত অনুরোধ জানিয়েছে আরটিভি।

Comments

The Daily Star  | English

Bus electrocution in Gazipur: 3 IUT students die, 15 injured

The three students, in a panic, attempted to jump off the bus but were electrocuted after they came in contact with the electrified body of the vehicle

32m ago