সাড়ে ৮ কোটি টাকা পাচার: যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদের বিরুদ্ধে মামলা

Khalid
আটককৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া। ছবি: স্টার

মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে সাড়ে আট কোটি টাকা পাচার করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।

এ অভিযোগে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল রবিবার রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন সিআইডির অর্গানাইজড ক্রাইমের (ইকোনোমিক ক্রাইম স্কোয়াড) পরিদর্শক (নিরস্ত্র) মো. ইব্রাহিম হোসেন।

মামলার বিবরণীতে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে জড়িত থাকার একাধিক অভিযোগ আনা হয়েছে।

সিআইডি কর্মকর্তা ইব্রাহিম হোসেন মামলার বিবরণীতে উল্লেখ করেছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের ব্যাংক হিসাবে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মামলার অপর আসামি আইয়ুব রহমান, আবু ইউনুস ও দীন মজুমদারের সহায়তায় সাড়ে আট কোটি টাকা পাচার করেছেন খালেদ। ২০১০ সাল থেকে তিনি এই তিনটি দেশে ৭০ বার ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

Comments

The Daily Star  | English

July proclamation: Govt calls all-party meeting Thursday

The announcement came as students, who led the uprising that ousted the Awami League-led government, are putting pressure on the government to announce the proclamation soon

9m ago