সিলেটে মানুষের নির্মমতার শিকার শেয়াল, বাঘডাশ ও বেজি
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়ায় অন্তত ছয়টি শেয়াল, দুইটি বাঘডাশ ও একটি বেজি হত্যা করেছে স্থানীয়রা।
আজ শুক্রবার ওই এলাকার টিলায় বসবাসরত এ সব বন্য প্রাণীকে স্থানীয়রা হত্যা করেছে বলে জানিয়েছেন সিলেটের প্রাণী অধিকার ও পরিবেশ কর্মীরা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট এর সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বন্যপ্রাণী আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়ে বলেন, ‘আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় এবং সচেতনতার অভাবে ক্রমেই এই এলাকায় বন্য প্রাণী হত্যার উৎসব বাড়ছে।’
নিহত এ সব বন্যপ্রাণীর ছবি ফেসবুকে প্রকাশ করে বন্য প্রাণী ও পরিবেশ বিষয়ক সাংবাদিক হোসেন সোহেল লিখেছেন, ‘এটা কেমন নিষ্ঠুর নির্মমতা...বনবিভাগের বন্যপ্রাণী আইনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তা না হলে বন্যপ্রাণী আইনের প্রতি অনেকের সম্মান ও শ্রদ্ধা হারিয়ে যেতে পারে এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটতেই থাকবে।’
ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ বলেন, ‘স্থানীয়রা বেশ কিছু বন্যপ্রাণী হত্যা করেছেন বলে জেনেছি, তবে কতটি তা নিশ্চিতভাবে এখনো খোঁজ নেওয়া হয়নি। যেহেতু বনবিভাগ এ হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে এবং আমাকে অবহিত করেছেন, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
সিলেটের উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বন্যপ্রাণী হত্যার এ বিষয়টি জানার পর দ্রুত স্থানীয় বন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং স্থানীয় পুলিশকে জানানো হয়েছে।’
আগামীকাল শনিবার সকালে ফরেস্ট রেঞ্জার ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
Comments