বৈদ্যুতিক সমস্যা কাটিয়ে করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্র
গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে সৃষ্ট কারিগরি সমস্যা কেটে গেছে। আজ রোববার থেকে পুনরায় শুরু হয়েছে দ্রুত করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কিট ‘র্যাপিড ডট ব্লট’র উৎপাদন। আগামী সপ্তাহের মধ্যে সরকারকে কিট হস্তান্তর করা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘ল্যাবের বৈদ্যুতিক ও কারিগরি সমস্যা দুটোই কাটিয়ে উঠতে পেরেছি। এখন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করেছি। ইঞ্জিনিয়াররা যান্ত্রিক বিষয়গুলো সার্বক্ষণিক পরীক্ষা করছেন। আজ থেকে আবার আমরা নতুন উদ্যমে কিট উৎপাদন শুরু করেছি।’
‘তবে এর মধ্যে একটি ক্ষতি হয়ে গেছে। সরকারকে দেওয়ার জন্য যে কিটগুলো তৈরি করছিলাম, সেগুলো নষ্ট হয়ে গেছে। কারণ প্ল্যান্টে আধা মিনিট বিদ্যুৎ না থাকলেই অনেক গড়বড় হয়ে যায়, কেমিক্যাল রিঅ্যাকশনগুলো নষ্ট যায়। আমাদের আগের জেনারেটর চালু হতেই প্রায় এক মিনিটের বেশি সময় লাগতো। তবে এখন যে জেনারেটর লাগিয়েছি, সেটি ১৫ সেকেন্ডের মধ্যেই চালু হয়ে যায়। তারপরও আমরা পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের বলেছি, এই এলাকার বিদ্যুৎ সরবরাহ লাইনে কোনো কিছু করার আগে যেন আমাদের জানায়’, যোগ করেন তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘খারাপ পরিস্থিতির মধ্যেই একটা সুখবর আছে। ইংল্যান্ড থেকে দু’সপ্তাহ আগে যে কাঁচামালের চালান আসার কথা ছিল, গতকাল তা এসেছে। বিকাল সাড়ে চারটার দিকে অর্ধেক চালান হাতে পেয়েছি। আজ বাকিগুলোও ডেলিভারি নিতে পারব।’
তিনি বলেন, ‘১১ এপ্রিল তো আর সরকারকে কিট দিতে পারলাম না, আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই দিতে পারবো বলে আশা করছি। আগে আমরা বিদেশ থেকে পাওয়া রক্তের নমুনা দিয়ে পরীক্ষা করেছিলাম। সরকারের কাছ থেকে দেশীয় করোনা রোগীর রক্তের নমুনা পাওয়ায় আমাদের জন্য অনেক ভালো হয়েছ। আমরা পরীক্ষা করে দেখেছি যে আমাদের কিট খুবই কার্যকর।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন ‘সরকার যেহেতু ২৫ তারিখ পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে আমাদের অনুরোধ সারাদেশে অন্তত ওষুধ ও সংশ্লিষ্ট প্যাকেজিং কারখানাগুলো যেন চালু রাখা হয়।’
আরও পড়ুন:
গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে বৈদ্যুতিক গোলযোগ, কিট উৎপাদন বন্ধ
গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনা রোগীর রক্তের নমুনা দিল সরকার, ল্যাব পরিদর্শন করল ওষুধ প্রশাসন অধিদপ্তর
গণস্বাস্থ্য কেন্দ্র করোনা পরীক্ষার কিট সরবরাহ করবে ১১ এপ্রিল
ড. বিজনের উদ্ভাবিত পদ্ধতিতে ৩৫০ টাকায় ১৫ মিনিটে করোনা শনাক্ত সম্ভব
কিট উৎপাদনের কাঁচামাল আমদানির অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র
Comments