কাজ বন্ধ, সচেতনতার কথা বলছেন তারকারা

ছবি: স্টার

করোনা আতঙ্কে ঘরে বসেই সময় পার করছেন তারকারা। কাজ বন্ধ থাকায় ঘরে বসে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন অনেকেই।

কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসান খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিজেকে সচেতন থাকতে হবে এবং অন্যকে সচেতন থাকার পরামর্শ দিতে হবে। আমি ঘুরে বেড়াবো আর সবাইকে ঘরে থাকতে বলব, তা তো হতে পারে না। আমি এই সময়ে গান লেখা, সুর ও সংগীতের কাজ করার পরিকল্পনা করেছি।’

অভিনেত্রী মেহজাবীন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভক্তদের সচেতন থাকতে বলেছেন। তিনি বলেন, ‘মাঝে মাঝে দর্শকদের সচেতন করতে আসবো। গল্প, উপন্যাস পড়ার জন্যও সময় পেলাম। এছাড়া অনেকেই স্ক্রিপ্ট দিয়ে যায়। সেগুলো সময় নিয়ে পড়া যাবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক পোস্ট দিচ্ছেন আরেফিন শুভ। তিনি বলেন, ‘আমি শুধু বলতে চেয়েছি জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বের হবেন না। তবে অনেকের পক্ষেই একেবারে গৃহবন্দী থাকা সম্ভব না। সেক্ষেত্রে তাদের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে বের হওয়ার অনুরোধ করছি।’

সঙ্গীতশিল্পী ন্যান্সি ফেসবুক লাইভে করোনায় কী করণীয় তা জানিয়ে ভক্তদের সচেতন করেছেন। ন্যান্সি বলেন, ‘নিজের সতর্ক থাকাই সবচেয়ে বড় কথা। আমি চাই আমরা ভক্তরা সবাই সতর্ক থাকুক।’

যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা টনি ডায়েসও তার ফেসবুকে করোনা নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছেন।

এছাড়া, চলচ্চিত্র পচিালক অমিতাভ রেজা চৌধুরী ও অনিমেষ আইচ লেখালেখি, বই পড়া ও নেটফ্লিক্সে মুভি দেখে সময় কাটাবেন বলে জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

3h ago