নিখোঁজ সাংবাদিক: মামলা নিতে ২ থানার লুকোচুরি
সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এক সপ্তাহ ধরে নিখোঁজ। কিন্তু এখনও তার পরিবার মামলা করতে পারেনি।
মামলা করতে কাজলের পরিবার রাজধানীর দুই থানায় ঘুরপাক খাচ্ছে।
রাজধানীর চক বাজার ও নিউ মার্কেট থানায় মামলা দায়েরের চেষ্টা ব্যর্থ হওয়ায় কাজলের খোঁজে পুলিশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনেরা।
সাংবাদিক কাজলের ছেলে মনোরম কমল দ্য ডেইলি স্টারকে জানান, ‘গত কয়েকদিনে আমরা কয়েক বার চকবাজার থানায় গেছি। সেখান থেকে বলা হয়, নিউ মার্কেট থানায় মামলা করতে। সেখানেই যেহেতু বাবাকে শেষ বার দেখা গেছে তাই নিউ মার্কেট থানায় মামলা করতে বলে। যখন নিউ মার্কেট থানায় যাই, চকবাজার এলাকায় বাসা বলে সেখানেই মামলার কথা বলেন পুলিশ কর্মকর্তারা।’
যদি এভাবেই পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে কাজলের পরিবার। তবে এ ধরনের আচরণ কেন করা হচ্ছে সেটিও বুঝতে পারছেন না তারা।
চকবাজার থানার উপপরিদর্শক আবদুল লোকমান কাজলের পরিবারের করা সাধারণ ডায়েরির তদন্ত করছেন। তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি, কাজল তার অফিস থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ওই এলাকা নিউ মার্কেট থানার অধীনে। এজন্য আমরা পরিবারকে সেখানে মামলা করতে বলেছি।’
আমরা এটি নিয়ে তদন্ত করছি, তদন্তে কিছু পাওয়া গেলে আমরা জানাব, বলেন তিনি।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, এই থানার অধীনে কিছু ঘটেনি। তিনি তার অফিস থেকে বেরিয়ে গেছেন। কিন্তু তার বাসা যেখানে সেই চক বাজার এলাকায় তিনি পৌঁছাননি এজন্য পরিবারের সেখানেই মামলা করা উচিত। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
দৈনিক পক্ষকালের সম্পাদক সাংবাদিক কাজল গত ১০ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। হাতিরপুলের অফিস থেকে মোটরসাইকেল নিয়ে বেরোনোর পর সন্ধ্যা ৭টার দিকে তাকে শেষবার নিউ মার্কেট এলাকায় দেখা যায় বলে জানিয়েছে পুলিশ।
আওয়ামী লীগের সংসদ সদস্য ডিজিটাল নিরাপত্তা আইনে কাজল, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলার পরদিন কাজল নিখোঁজ হন। বানোয়াট তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
কাজলের পরিবার মনে করে, তাকে অপহরণ করা হয়েছে। তার নিরাপদে পরিবারে ফিরে আসার আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কাজলের নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। অবিলম্বে কাজলকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Comments