রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্যক্তের অভিযোগে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিবার। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক।
গত বৃহস্পতিবার রাতে নগরীর চন্দ্রিমা থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মনির। মামলায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওই শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নিপীড়নের অভিযোগ আনা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তিনি।
গত ২৬ ফেব্রুয়ারি ওই শিক্ষকের বিরুদ্ধে তার বিভাগের ১২ শিক্ষার্থী যৌন হয়রানি নিপীড়ন রোধ সেলে লিখিত অভিযোগপত্র জমা দেন।
যৌন নিপীড়ন রোধ সেলের সদস্য ড. লায়লা আরজুমান বানু জানিয়েছেন, ‘রোববার আমরা অভিযোগগুলো খতিয়ে দেখব।’
এর আগে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ নাকচ করে বলেন, ‘আমি এসবের কিছুই জানি না।’
Comments