এনু-রুপনের বাসা থেকে নগদ ২৬.৫৫ কোটি, এফডিআর ৫.১৫ কোটি, ১ কেজি সোনা উদ্ধার

সিআইডির হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক নেতা ক্যাসিনো সহোদর এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসা থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সিআইডির হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক নেতা ক্যাসিনো সহোদর এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসা থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাত থেকে পুরান ঢাকার ওয়ারীর লালমোহন স্ট্রিটের একটি ছয়তলা বাড়ির নিচতলায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চলে।

সরোয়ার আলম দ্য ডেইলি স্টারকে জানান, নিচতলার দুটি রুমে এসব টাকা ট্র্যাংক, সিন্দুকসহ বিভিন্ন স্থানে সুন্দর করে থরে থরে সাজানো ছিল।

দুপুর একটার দিকে অভিযান শেষ হয়। এরপর র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার রাকিবুল হাসান সাংবাদিকদের ব্রিফ করেন।

Money-11.jpg
উদ্ধারকৃত টাকা গণনার কাজ চলছে। ছবি: প্রবীর দাশ/স্টার

তিনি জানান, অভিযানকালে নগদ টাকা, এফডিআর, সোনার গয়না ও ক্যাসিনো সরঞ্জামের পাশাপাশি ৯ হাজার ৩০০ ইউএস ডলার, ১৭৪ মালয়েশিয়ান রিংগিত, ৫ হাজার ৩৫০ ভারতীয় রুপি, ১ হাজার ১৯৫ চাইনিজ ইয়ান, ১১ হাজার ৫৬০ থাই বাথ, সংযুক্ত আরব আমিরাতের ১০০ দিরহাম উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর এই সহোদর আলোচনায় আসেন। শুরু থেকেই তারা পলাতক ছিলেন।

Money-22.jpg
ট্র্যাংক, সিন্দুকসহ বিভিন্ন স্থানে সুন্দর করে থরে থরে সাজানো ছিল টাকা। ছবি: প্রবীর দাশ/স্টার

গত বছরের ২৪ সেপ্টেম্বর এনামুল ও রূপন এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

পরে গত জানুয়ারি মাসে তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া এখন কারাগারে আছেন।

আরও পড়ুন:

আ. লীগের ২ নেতার ফ্লাট থেকে কোটি টাকা ও ৭২০ ভরি সোনা উদ্ধার

ক্যাসিনো সহোদর এনামুল-রুপন গ্রেপ্তার

ক্যাসিনো সহোদর এনু-রুপন সমর্থকদের হামলায় সাংবাদিক আহত

Comments