আবরার ফাহাদ হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১৭ ফেব্রুয়ারি

Abrar Fahad
নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৭ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

আজ (৩০ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস শুনানির জন্য এ নতুন দিন ধার্য করেন।

আজ আবরার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ২২ জনকে আদালত হাজির করা হয়। এই মামলায় পলাতক রয়েছে আরও তিনজন। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি ও মুজতবা রাফিদ।

গত ২১ জানুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago