পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড হাইকোর্টে বাতিল
রাষ্ট্রদ্রোহের অপরাধে পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশারফকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছেন লাহোর হাইকোর্ট। আদালত বলেছেন, যে বিশেষ আদালত গঠন করে ওই বিচার হয়েছে সেটি অসাংবিধানিক।
মৃত্যুদণ্ড পাওয়ার পর হাইকোর্টে আপিল করেছিলেন পারভেজ মোশাররফ। তিন বিচারপতির বেঞ্চ থেকে আসা রায়ে বলা হয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি আইন অনুসারে হয়নি।
ইসলামাবাদের এক বিশেষ আদালত মোশাররফের অনুপস্থিতিতেই গত ১৭ ডিসেম্বর তাকে সর্বোচ্চ সাজার আদেশ দেন। ২০০৭ সালের ৩ নভেম্বর অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়েছিল।
Comments