‘দালালদের চাই না’

২৫ অক্টোবর ২০১৯, এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসেন চিত্রনায়িকা পপি। ছবি: স্টার

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ভোট দিতে এসেই ক্ষোভ ঝাড়লেন চিত্রনায়িকা পপি। আজ (২৫ অক্টোবর) দুপুর একটার দিকে ভোট দিতে আসেন তিনি।

পপি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ভোট দিতে এলাম। এর মাধ্যমে আমরা একটি দালাল, দুর্নীতি ও রাজনীতি মুক্ত ইন্ডাস্ট্রি চাই। আমরা দালালদের চাই না।”

দালাল, দুর্নীতি কেনো বলছেন?- জানতে চাইলে পপি বলেন, “বেশ কিছুদিন ধরে শিল্পী সমিতি ঘিরে দালালি, রাজনীতি ও দুর্নীতি দেখে আসছি। এটা আমাদের শিল্পীদের জন্য চরম অসম্মানের।”

তিনি আরও বলেন, “আমরা স্বাধীন সমিতি চাই। যেখানে কোনো শিল্পীর দুস্থ তকমা থাকবে না। বিদায়ী কমিটি এই শিল্পী সমিতির অনেক সদস্যকে দুস্থ শিল্পী বানিয়েছে। সেটা আমরা চাই না।”

সভাপতি প্রার্থী মৌসুমির পূর্ণ সমর্থন জানিয়েছে পপি বলেন, “মৌসুমি জয়ী হলে খুব ভালো হবে। কারণ, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধান হলেন নারী।”

আরও পড়ুন:

‘ঈদ ঈদ লাগছে’, বললেন মৌসুমি

নির্বাচন দেখে মনে হচ্ছে পুলিশি ক্যাম্প: সোহেল রানা

এফডিসিতে ভোটগ্রহণ চলছে

নামে ভুল থাকায় আদালতের সমন ফিরিয়ে দিলেন ইলিয়াস কাঞ্চন

ভোটের আগের দিন মৌসুমীর ইশতেহার ঘোষণা

‘মৌসুমীকে জয়ী করলে প্যানেলের সবাই পদত্যাগ করবো’

Comments

The Daily Star  | English

Bangladesh’s climate debt keeps climbing

As global leaders gather in Baku, Azerbaijan to discuss finance at the 29th climate conference, the most vulnerable countries like Bangladesh are demanding new and additional climate finance that does not exacerbate climate debt.

9h ago