‘খুনিদের ঠিকানা, এই বুয়েটে হবে না’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘শিবির সন্দেহে’ পিটিয়ে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।
আজ (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ‘বুয়েট সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই মিছিল বের হয়। মিছিল থেকে আবরার ফাহাদ হত্যার বিচার চাওয়ার পাশাপাশি বলা হয় ‘খুনিদের ঠিকানা, এই বুয়েটে হবে না’।
বিভিন্ন হল প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা বুয়েটের শহীদ মিনারে অবস্থান নেন। সেসময় তারা আবরারের খুনিদের সর্বোচ্চ শাস্তি, হত্যার সঙ্গে জড়িতদের স্থায়ী বহিষ্কার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারকাজ পরিচালনা করাসহ সাত দফা দাবি জানান।
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতারা জানান, বিক্ষোভকারীদের দাবির মধ্যে আরো হয়েছে- ভিসিকে আজ বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে, আবরারের পরিবারকে মামলা পরিচালনার সব খরচ বহন করতে হবে বুয়েট প্রশাসনকে, আগের ঘটনাগুলোর বিচার ও আগামী ১১ অক্টোবরের মধ্যে শেরে বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে।
বিকাল ৫টার মধ্যে ভিসি না আসলে কঠোর কর্মসূচী দেওয়ার হুমকিও দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। সেসময় তারা আগামীকাল (৮ অক্টোবর) থেকে পলাশীসহ বুয়েট ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচী ঘোষণা করা হয়।
আরো পড়ুন:
আবরার হত্যা: বুয়েট শাখার ৯ নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ
ছাত্রলীগের জেরার পর বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সিসিটিভি ফুটেজ: আবরারকে পাঁজাকোলা করে সিঁড়িতে নেওয়া হয়
শিবিরের সঙ্গে আবরারের সংশ্লিষ্টতা ছিল না: পরিবার
দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন: ছাত্রলীগ
মতের পার্থক্যের কারণে কাউকে মেরে ফেলা উচিত না: কাদের
Comments