সিনেমা হলের সুদিন ফেরানোর চেষ্টায় শাকিব খান
আগামী ঈদুল আজহা থেকেই প্রায় ২০০ সিনেমা হলে প্রজেকশন মেশিন বসাবেন শাকিব খানের এসকে ফিল্ম।
ইতোমধ্যে প্রযোজনা সংস্থাটি কাজ শুরু করে দিয়েছে। এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দক্ষ লোকও নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন প্রজেকশন মেশিন চালানোর সফটওয়্যার ইউনাইটেড মিডিয়া ওয়ার্ল্ডওয়াইড নিয়ে কাজ করছেন।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির। প্রদর্শনের মাধ্যমেই অত্যাধুনিক প্রজেকশন মেশিন উদ্বোধন করা হবে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন শাকিব খান।
শাকিব বলেন, “তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই সময়টাতেও খুববেশি ডিজিটাল হয়নি দেশের সিনেমা হলগুলো। সেলুলয়েডের ফিতা ছেড়ে সিডিতে সিনেমা বানানো হলেও হলগুলোতে সেসব ছবি চালানো হয় মোটা অংকের টাকায় প্রজেক্টর ভাড়া করে।”
“সেই টাকা বহন করতে হয় চলচ্চিত্রের প্রযোজককে। ফলে বেড়ে যায় ছবি নির্মাণের খরচ।”
“সেই জিম্মিদশা কাটাতে দেশের ২০০-র বেশি সিনেমা হলে স্থায়ীভাবে অত্যাধুনিক প্রজেকশন মেশিন বসানো হবে,” যোগ করেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা।
Comments