জামায়াত ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

Barrister Abdur Razzaq
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় দলটির বিরোধিতার কারণে দেশের জনগণের কাছে ক্ষমা না চাওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে জানানো হয়।

তার পদত্যাগপত্রে আরও বলা হয়, একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে দলটি নিজেদের সংস্কার করতে পারেনি।

আজ (১৫ ফেব্রুয়ারি) ব্যারিস্টার রাজ্জাক দ্য ডেইলি স্টারকে বলেন, “আমার পদত্যাগের কারণগুলো কী তা পদত্যাগপত্রে উল্লেখ করেছি। এখনো এ ব্যাপারে জামায়াত নেতাদের কোনো প্রতিক্রিয়া জানতে পারিনি।”

আজ সকালে লন্ডন থেকে এক ইমেল বার্তায় দলের আমির মকবুল আহমদের কাছে আব্দুর রাজ্জাক তাঁর পদত্যাগপত্র পেশ করেন।

আরও পড়ুন:

ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগে জামায়াতের প্রতিক্রিয়া

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

45m ago