সাজেদা চৌধুরী সংসদ উপনেতা

সৈয়দা সাজেদা চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আবারও জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতি আবদুল হামিদ ই-ফাইলিংয়ের মাধ্যমে সোমবার তাকে নিয়োগ দিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সিঙ্গাপুর থেকে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চত করেছেন।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে বিজয়ী হন সাজেদা চৌধুরী। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিগত জোট সরকারের আমলেও তিনি সংসদ উপনেতা হয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Can Bangladesh fend off Vietnam in RMG race?

Bangladesh's limited trade diplomacy, coupled with its slower shift towards value-added production, could allow Vietnam to surpass it in global rankings

9h ago