একুশে গ্রন্থমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার অভিযোগ

Adarsha Prakashani

অমর একুশে গ্রন্থমেলায় টানা নয় বছর ধরে স্টল বরাদ্দ পেলেও, এবার ‘আদর্শ প্রকাশনী’-কে সেই সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

যদিও আদর্শের মালিকপক্ষ বলছেন, মেলায় স্টল বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে সব ধরনের নিয়মনীতি অনুসরণ করে আবেদন করেছেন তারা। তাদের অভিযোগ, অন্য এক প্রকাশকের রোষানলে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আদর্শ প্রকাশনীর মালিক মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বেছে নেন প্রকাশনা ব্যবসাকে। তার হাত ধরে সাহিত্য, বিজ্ঞান-প্রযুক্তি ও গবেষণাসহ এ পর্যন্ত প্রায় দুই শতাধিক বৈচিত্র্যময় বই প্রকাশ করে আদর্শ প্রকাশনী মুক্তবুদ্ধির পক্ষে ভূমিকা রেখে চলেছে।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago