রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উদ্যোগ হতাশাব্যাঞ্জক: জাতিসংঘ মহাসচিব

antonio guteres
আন্তোনিও গুতেরেস

রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ‘অতি ধীর’ অগ্রগতির জন্য দেশটির কঠোর সমালোচনা করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল (১৮ জানুয়ারি) বলেছেন, “রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উদ্যোগের অপ্রতুলতা অত্যন্ত হতাশাব্যাঞ্জক।”

২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযান চলার পর প্রাণভয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসা অন্তত ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করে আসছে। জাতিসংঘ ইতিমধ্যে এই অভিযানটিকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে বর্ণনা করেছে।

এর মধ্যে, কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে মিয়ানমার। কিন্তু, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যাবাসনের পূর্বশর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, “রোহিঙ্গাদের দুর্দশার পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উদ্যোগহীনতা আমাকে ভীষণভাবে হতাশ করেছে। যদিও রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরির জন্য আমাদের চাপ অব্যাহত রয়েছে। তারপরও পরিস্থিতির অগ্রগতি অতি ধীর বলেই মনে হচ্ছে।”

এদিকে, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)-এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি’র পূর্বপরিকল্পিত রাখাইন সফর বাতিল করে করে দিয়েছে মিয়ানমারের সরকার। এ মাসেই রাখাইন পরিদর্শনে যাওয়ার কথা ছিলো তার।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

3h ago