সেন্সরে ‘শনিবার বিকেল’

Shanibar Bikel
‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সম্প্রতি সেন্সরে জমা পড়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’। এতে অভিনয় করছেন অস্কার মনোনীত ‘ওমর’ সিনেমার অভিনেতা ইয়াদ হুরানি, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান।

ছবিটিতে আরও অভিনয় করেছেন মাহমুদুজ্জামান বাবু, কলকাতার পরমব্রত, ইরেশ জাকের, ইফতেখার দিনার, গাউসুল আজম শাওন।

সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, শিগগিরই সেন্সর বোর্ডের সদস্যরা দেখবেন ‘শনিবার বিকেল’। আশা করা হচ্ছে, চলতি বছরের প্রথমার্ধেই ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই সিনেমায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং কলকাতার শ্যাম সুন্দর দে প্রযোজকের দায়িত্বে রয়েছে।

Comments