ডাক্তারি পরীক্ষায় মিলেছে সুবর্ণচরে গণধর্ষণের আলামত

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের যে অভিযোগ উঠেছে ডাক্তারি পরীক্ষাতেও তার ওপর চালানো নির্যাতনের আলামত পাওয়া গেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্লাহ আজ বিকেলে সাংবাদিকদের বলেছেন যে তারা অভিযোগকারী নারীর শারীরিক পরীক্ষার পর ধর্ষণের আলামত থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

চার সন্তানের জননী ওই নারী অভিযোগ করে বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের ১০-১২ জন নেতা-কর্মী ৩০ ডিসেম্বর রাতে তাকে ধর্ষণ করেন।

আরও পড়ুন: ধানের শীষে ভোট দেওয়ায় ৪ সন্তানের মাকে ‘আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণ’

নোয়াখালী জেনারেল হাসপাতালের ওই চিকিৎসক বলেন, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন তারা আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করবেন।

সুবর্ণচরে চার সন্তানের জননীর গণধর্ষণের খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের অন্যত্রও প্রতিবাদ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে এখনও নিন্দার ঝড় বইছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ‘গণধর্ষণ’: আ. লীগ নেতা রুহুল আমিনসহ আরও ২ আটক

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

39m ago