সাকিবের কাছে আগ্রাসী মাহমুদউল্লাহই বেশি কার্যকর

Shakib & Mahmudullah
জুটিতে ৯১ রান করেন সাকিব ও মাহমুদউল্লাহ। ছবি: ফিরোজ আহমেদ

লিটন দাস, সৌম্য সরকারের দাপটে উড়তে থাকা বাংলাদেশ হুট করে তিন উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। ওই পরিস্থিতিতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ চালান পাল্টা আক্রমণ। সাকিব আল হাসানের সঙ্গে গড়ে তার ৯১ রানের জুটি। বাংলাদেশের রান ছাড়িয়ে যায় দুশো’র কোটা। অধিনায়ক সাকিব মনে করেন মাহমুদউল্লাহর এমন আগ্রাসী মনোভাবই সঠিক পন্থা।

ছয়ে নেমে মাহমুদউল্লাহ শেলডন কটরেলকে টানা তিন চারে শুরু করেছিলেন। ইনিংস শেষে অপরাজিত থাকেন ২১ বলে ৪৩ করে। মেরেছেন সাতটি চার। দল চাপে পড়লে অনেকবারই এগিয়ে আসে মাহমুদউল্লাহর ব্যাট। ইনিংস মেরামতে রাখেন ভূমিকা। তবে ছোট পরিসরের ক্রিকেটে সম্প্রতি আগ্রাসী ব্যাট চালিয়েও নিজের অন্য পরিচয় সামনে এনেছেন। অধিনায়ক সাকিব মনে করেন সব সংস্করণেই আগ্রাসী মাহমুদউল্লাহই বেশি কার্যকর, ‘রিয়াদ ভাই তখনই ভাল করে যখন উনি এরকম পজেটিভ ফ্রেম অব মাইন্ডে থাকে। উনি কিছু কিছু সময় আছে, আমার ব্যক্তিগত ধারণা ভুলও হতে পারে ঠিকই হতে পারে। উনি ইনিংস মেরামত করার চেষ্টা করে। আমার মনে হয় এটা ভুল কৌশল উনার। এই পথটাই (মেরে খেলা) ওনার জন্য বেশি মাননসই।  বিশেষ করে টি-টোয়েন্টিতে, ওয়ানডেতেও।

‘কার্ডিফের ইনিংসটা যদি দেখেন উনি কিন্তু কিন্তু সময় নেয়নি, উনি প্রথমে আক্রমণ করেছে। আমার কাছে মনে হয় উনার এই অ্যাপ্রোচ ছোট সংস্করণের জন্য অনেক ভাল। এমনকি টেস্টেও যদি প্রথমে মারতে পারে উনার জন্য যেটা হয় উনার শরীর চলা শুরু হয়ে যায়, ফিট মুভমেন্ট ভাল হয়ে যায়। সাধারণ এসব জায়গায় ইনিংসটা উনি বড় করতে পারে। আমি মনে করি উনার এটা ঠিক অ্যাপ্রোচ।‘

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

23m ago