এবার ‘অতি সাহসের’ বদলে বুদ্ধি খাটাতে চান সৌম্যরা
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের একের পর এক শর্ট বলে হুড়মুড়িয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। তবে শর্ট বলে ঠেকাতে গিয়ে কাবু হননি কেউ, বরং তেড়েফুঁড়ে মারতে গিয়েই হয়েছে গড়বড়। সৌম্য সরকার মনে করেন আরেকটু বুদ্ধি করে খেলতে পারলে ফল হতে পারত ভিন্ন।
প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে এলোপাথাড়ি ব্যাট করে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। উইন্ডিজ ওই রান পেরিয়ে যায় প্রায় ১০ ওভার হাতে রেখেই। তিনদিন বিরতির পর ঢাকায় সিরিজে সমতা ফেরানোর মিশনে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে দিন অনুশীলনে নামার সময় সৌম্য দিলেন আগের দিনের ভুল ত্রুটির ব্যাখ্যা, ‘আমার কাছে মনে হয় ওরা শর্ট বল করেছে, আমরা দৌড়ায়ে মারতে গিয়েছি। এটা সাহসের ব্যাপার। শর্ট বলের মধ্যেও জোরে বলে মারতে গিয়েছি। আমরা পিছিয়ে গিয়ে আউট হলে বলা যেত যে আমরা শর্ট বলের ভয়ে আউট হয়েছি। সামনে গিয়ে আউট হয়েছি। আমরাও জোরে বল আরও জোরে মারতে গিয়ে আউট হয়েছি। আমরা যদি বুদ্ধি খাটিয়ে জায়গা বের করে মারার চেষ্টা করতাম, টাইমিং করে খেলতাম তাহলে ভালো হত।’
প্রথম ম্যাচে যে ভুল করে ডুবেছেন দ্বিতীয় ম্যাচে তা থেকে বের হতে নিজেদেরই দায়িত্বশীল ভূমিকা চান, ‘কোন বুদ্ধির ঘাটতি ছিল হয়তো। আমরা শুরুতেই তাদেরকে চার্জ করতে গিয়েছি। আমরা যদি বুদ্ধি খাটিয়ে খেলতাম, পেসারদের প্রথম কিছু ওভার যদি আমরা সামলাতে পারতাম। তাহলে শেষের দিকে আমরা রান আরও কাভার করতে পারতাম। হয়তো উইকেট ছিল না বিধায়, উইকেট আর্লি পড়ে যাওয়ায় মাঝখানে একটু মন্থর খেলতে হয়েছে। ওইটাই পরের ম্যাচে চেষ্টা করা হবে। শুরুর দিকে আমরা যারা আছি, তারা যদি পাওয়ারপ্লেটা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, উইকেটটা হাতে রাখতে পারি, শেষের দিকে ওইটা ভালো হবে।’
Comments