মেজাজ হারানোয় শাস্তি পেলেন সাকিব
উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের দিন আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় শান্তি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
গেল সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারের সময় ঘটে অপ্রীতিকর ঘটনা। তখন ব্যাট করতে থাকা সাকিব একটি লেগ স্টাম্পের উপর একটি স্লোয়ার বাউন্সার তাড়া করতে গিয়েও নাগাল পাননি, আশা করেছিলেন আম্পায়ার দেবেন ওয়াইড। আম্পায়ার তা না দেওয়ায় প্রথমে চিৎকার করেন। পরে অনেকক্ষণ আম্পায়ারের সঙ্গেও তর্ক করেন।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি জেফ ক্রো তাকে ডাকলে অভিযোগ স্বীকার করে এন সাকিব। ২০১৬ সালে ডিমেরিট পয়েন্টের নিয়ম চালু হওয়ার পর দ্বিতীয়বার এমন শাস্তি পেলেন সাকিব। এর আগে শ্রীলঙ্কায় নিদহাস কাপের ফাইনালে উঠার ম্যাচে মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছিলেন তিনি।
Comments