আবার বদলালো সিলেটে প্রথম টি-টোয়েন্টি শুরুর সময়

Sylhet International Cricket Stadium
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সময়সূচীতে ছিল সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বিকেল চারটায়। কিন্তু শেষ ওয়ানডে চলার সময়েই জানানো হয় খেলা শুরু হবে দুপুর ২টায়। এবার সময় আরও এগিয়ে আনার কথা জানিয়েছে বিসিবি। দ্বিতীয় দফা বদলে ম্যাচ শুরুর সময় দেওয়া হয়েছে দুপুর সাড়ে ১২টায়।

কেন সময়সূচিতে বারবার বদল জানতে চাইলে বিসিবি পরিচালক ও স্থানীয় সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন ‘আমাদের ফ্লাড লাইটের একটা টাওয়ারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। সেটা সারাতে হাতে একদিন সময় আছে। তবে কোন ধরণের ঝুঁকি এড়াতে খেলা দিনের আলোয় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

সোমবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিলেটে প্রথম ম্যাচ দিনের আলোতে হলেও ঢাকায় বাকি দুই ম্যাচের সময় অপরিবর্তিতই আছে।

উইন্ডিজকে ২-০ তে টেস্ট ও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। সিলেটে শেষ ওয়ানডে ম্যাচটি হয়েছিল দিবারাত্রীই। তবে খেলা শুরু হয়েছিল ঢাকা থেকে এক ঘণ্টা আগে দুপুর ১২টায়।

বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ

প্রথম ম্যাচ – ১৭ ডিসেম্বর- দুপুর সাড়ে ১২টা

দ্বিতীয় ম্যাচ-  ২০ ডিসেম্বর-বিকেল ৫টা

তৃতীয় ম্যাচ- ২২ ডিসেম্বর- বিকেল ৫টা

 

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

2h ago