বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন

EU logo

ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে ও সুইজারল্যান্ডের মিশন প্রধান বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশনসহ সব অংশীদারের কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

আজ (১০ ডিসেম্বর) এক বার্তায় বাংলাদেশের জাতীয় নির্বাচনকে প্রকৃত, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ করার আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়, মিশন প্রধানরা তাদের সব অংশীদারদের কাছে আহ্বান জানাচ্ছে যে বাংলাদেশে নাগরিক অধিকার, বাক-স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা হোক।

সব রাজনৈতিক দলের কাছে মিশন প্রধানদের আবেদন হলো: তারা যেনো তাদের গণতান্ত্রিক দায়বোধ বজায় রেখে সহিংসতা থেকে দূরে থাকে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানের পাশাপাশি গণমাধ্যম এবং সুশীল সমাজকেও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বানও জানানো হয়েছে সেই বার্তায়।

বাংলাদেশের জনগণের সার্বিক উন্নয়নের জন্যে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলেও উল্লেখ করা হয় বার্তাটিতে।

Comments

The Daily Star  | English
state reforms need elected officials

State reforms won't work without elected officials: Tarique

It was politicians, not anyone else, who presented the reform proposals to the nation over two years ago, says the BNP acting chief

2h ago